আদব আখলাক কোর্সে
ভর্তি চলছে

আপনার সন্তান কি ইদানীং বাবা-মায়ের কথা কম শুনছে, মোবাইলে বেশি সময় দিচ্ছে বা পরিবারের কাছ থেকে দূরে সরে যাচ্ছে? আদব-আখলাক কোর্স ঠিক এই চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য। ৮ সপ্তাহ ধরে শিশু ও অভিভাবক একসাথে অংশগ্রহণ করবেন। শেখানো হবে সালাম, খাওয়ার নিয়ম, বড়দের সাথে সুন্দর আচরণ, ভাই-বোনের সঙ্গে মিলেমিশে চলা, পড়াশোনায় মনোযোগ, মোবাইল ব্যবহার নিয়ন্ত্রণ এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করার অভ্যাস। এই কোর্সের মাধ্যমে বাচ্চাদের জীবনে অনেক ভালো অভ্যাস গড়ে ওঠে। আপনার সন্তানকেও সুন্দর চরিত্র ও নৈতিকতার পথে গড়ে তুলতে এখনই রেজিস্ট্রেশন করুন

কেন এই কোর্স জরুরি?

আদব একজন মানুষকে পূর্ণতা দেয়

একাডেমিক শিক্ষা একজন মানুষকে হয়তো বড় করে তোলে, কিন্তু আদবই তাকে সত্যিকারের মানুষ বানায়। আমাদের আদব আখলাক কোর্সের ইফেক্টিভ লাইভ ক্লাসগুলো শিশুর অন্তরে ভদ্রতা, নম্রতা ও শালীনতার বীজ বপন করে। এবং ধীরে ধীরে গড়ে তোলে এমন একটি চরিত্র, যে সমাজে সম্মানিত, সবার প্রিয় ও গ্রহণযোগ্য মানুষ হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারে।

আদবের সাথে কথা বলা শেখানো হয়

শুধু কথা বলা নয় কীভাবে ভদ্রভাবে কথা বলতে হয়, সেটাই শেখানো হয় এই কোর্সে। শিশুরা ধাপে ধাপে অনুশীলনের মাধ্যমে শেখে বাবা-মায়ের সাথে কথা বলার ধরন ও শিক্ষকের সাথে কথা বলার নিয়ম। কাকে আদর করতে হয়, কার সামনে কীভাবে কথা বলতে হয়। চোখে চোখ রেখে সালাম দেওয়া, অতিথিদের সম্মান দেখানো, ছোটদের প্রতি মমতা দেখানো এসব আচরণ ধীরে ধীরে তার স্বভাবে পরিণত হয়।

পরিবারে ফিরে আসে প্রশান্তি ও ভালোবাসা

অনেক সময় শিশুরা বাবা-মায়ের কথা হালকাভাবে নেয়, কিন্তু একই কথা কোনো গাইড বা শিক্ষকের মুখে শোনলে সেটিকে গুরুত্ব দেয়। এই কোর্সের নির্দিষ্ট ক্লাসগুলো থেকে বাচ্চারা উপলদ্ধি করতে পারে, বাবা-মা কতোটা শুভাকাঙ্ক্ষী ও বাবা-মায়ের কথার পেছনে থাকে মঙ্গল আর মমতা। ফলে শিশুর ভেতরে পরিবর্তন আসে, সে মন দিয়ে কথা শুনতে শুরু করে, এবং নিজের জীবনেই উন্নতি দেখতে পায়।

ডিভাইস আসক্তি কমে নিজের সিদ্ধান্তে

এই কোর্সে আমরা শিশুদেরকে অতিরিক্ত মোবাইল ব্যাবহার করতে বা গেম খেলতে সরাসরি নিষেধ করি না। কিন্তু ক্লাসগুলোর মধ্যমে তাদের ভেতরে এমন উপলব্ধি জাগিয়ে তুলি, যার মাধ্যমে তারা নিজেই বুঝতে পারে কীভাবে এসব আসক্তি তাদের সময় ও জীবনের ক্ষতি করছে। একটি দুটি নয়, ডজন ডজন শিশু এখন নিজের থেকেই মোবাইল দূরে রাখে, ক্লাস করে, দোয়া পড়ে এবং পরিবারে সময় দেয় আলহামদুলিল্লাহ।

রুটিন শেখে, সময়ের মূল্য বুঝতে শেখে

এখনকার শিশুরা কারনে অকারনে সময় নষ্ট করে ফেলে। তাই আদব আখলাক কোর্সে হাতে-কলমে শেখানো হয় রুটিন কীভাবে বানাতে হয়, সময় কিভাবে ভাগ করতে হয়, নিয়মিত কাজ কীভাবে করতে হয়। প্রতিটি ক্লাস, হোমওয়ার্ক ও কুইজ এমনভাবে সাজানো, যাতে শিশুর মধ্যে গড়ে ওঠে সময়জ্ঞান, আত্মনিয়ন্ত্রণ ও রুটিন মেনে চলার অভ্যাস।

মার্জিত মানুষ হওয়ার আত্মিক যাত্রা

বিনয় এমন একটি গুণ, যা মানুষকে সবার কাছে প্রিয় এবং সম্মানিত করে তোলে। বিনয়ী মানুষকে সবাই ভালোবাসে। আদব আখলাক কোর্সে শিশুরা ধাপে ধাপে শেখে কীভাবে বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ, এবং নিজের ভুল স্বীকার করতে হয়। রাগ সংবরণ আর ভদ্র ব্যবহার এই অভ্যাসগুলো মিলেই গড়ে উঠে একজন শ্রদ্ধাভাজন ও মার্জিত মানুষ।

এই কোর্সে যা থাকছে

কে এই কোর্স পরিচালনা করবেন?

ওস্তাদ ফয়জুল্লাহ মাহমুদ

শিশু-কিশোরদের নৈতিক শিক্ষা ও আদব-আখলাক গঠনে নিবেদিত একজন শিক্ষক ফয়জুল্লাহ মাহমুদ। তিনি বিশ্বাস করেন, একজন ভালো মানুষ হওয়ার জন্য শুধু একাডেমিক পড়াশোনাই যথেষ্ট নয়, দরকার আদব-আখলাক ও নৈতিকতার শিক্ষা।

তিনি মনে করেন, আদব-আখলাক ও নৈতিকতা শুধু বাচ্চাদের শেখালেই হবে না, বাবা-মাকেও শিখতে হবে। না হলে পরিবর্তন স্থায়ী হয় না। তাই তিনি অভিভাবকদেরও শেখান কীভাবে সন্তানকে সত্যিকারের ভালো মানুষ হিসেবে গড়ে তোলা যায়। এই উদ্দেশ্যেই প্রতিষ্ঠা করেছেন ‘আদর্শ একাডেমি’ যেখানে পুরো পরিবার শেখে একসাথে।

ওস্তাদের স্বপ্ন এমন একটি প্রজন্ম গড়ে তোলা, যারা জ্ঞানী ও দক্ষ হওয়ার পাশাপাশি ‘আদর্শ মানুষ’ হবে। আদব আখলাক কোর্সের সবগুলো ক্লাস সরাসরি ওস্তাদ ফয়জুল্লাহ মাহমুদ ও আদর্শ একাডেমির শিক্ষকদের মাধ্যমে পরিচালিত।

এখনি রেজিষ্ট্রেশন করুন

আপনার সন্তানকে শুধু ‘যোগ্য’ নয়, ‘গ্রহণযোগ্য’ মানুষ বানান। একাডেমিক শিক্ষা তাকে সফল করবে, আদব তাকে সম্মানিত করবে। এখনি রেজিষ্ট্রেশন করুন আদব-আখলাক কোর্সে।

কোর্স ফি

৳১৫০০

৳২০০০

special offer

এক পেমেন্টেই শিখবে পুরো পরিবার