Adorsho

আদব আখলাক কোর্স

“একাডেমিক শিক্ষা মানুষকে বড় করে, কিন্তু আদব একজন মানুষকে সত্যিকারের মানুষ বানায়।"

“একাডেমিক শিক্ষা মানুষকে বড় করে,
আদব একজন মানুষকে সত্যিকারের
মানুষ বানায়।"

আদব আখলাক কোর্সে
ভর্তি চলবে

দিন
ঘন্টা
মিনিট

কোর্সটি কেন করবেন?

অভিভাবকদের সাথে
সম্পর্ক উন্নয়নের জন্য

মা-বাবার সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে কীভাবে কথা বলতে হয়, কোন আচরণ তাদের খুশি করে আর কোনটা কষ্ট দেয় এসব শেখানো হয় গল্প আর সহজ অনুশীলনের মাধ্যমে। যাতে সন্তান কৃতজ্ঞ হয়, মায়া-মমতা শেখে আর মা-বাবার মনের ভাষা বুঝতে পারে। পরিবারের মধ্যে ভালোবাসা ও বোঝাপড়ার সেতুবন্ধ গড়ে তুলতেই এই শিক্ষা।

ভালো অভ্যাস গড়ে তোলার জন্য

এই কোর্সের প্রায় প্রতিটি ক্লাসেই শিক্ষার্থীদের জন্য থাকে ছোট ছোট মজার চ্যালেঞ্জ, যা তারা আনন্দের সাথে খেলতে খেলতে সম্পন্ন করে। ধীরে ধীরে এই এক্টিভিটি গুলো ভালো অভ্যাসে রূপ নেয়। কোর্সের শেষ দিকে এসে অনেকেই নিজের অজান্তেই গড়ে তোলে একটি সুন্দর রুটিন, আর তৈরি হয় আত্মনিয়ন্ত্রণ ও শৃঙ্খলা।

বিনয়ী আচরণ গঠনের জন্য

বিনয়ী আচরণ গঠনের জন্য কীভাবে বড়দের সম্মান আর ছোটদের স্নেহ করতে হয়। কীভাবে রাগকে নিয়ন্ত্রণ করতে হয় আর নিজের ভুল স্বীকার করে নিতে হয় তা ধাপে ধাপে শেখানো হয়। পরিবার, প্রতিবেশী আর আত্মীয়দের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলে শিশুরা। এই অভ্যাসগুলোই আমাদের শিক্ষার্থীদের গড়ে তোলে বিনয়ী, মার্জিত ও শ্রদ্ধাভাজন মানুষে।

কোর্সটি করলে কী লাভ?

মোবাইল আসক্তি ও
অসামাজিকতা কমে

আচরণগত নানা সমস্যা যেমন সারাদিন মোবাইলে ডুবে থাকা, মেজাজ খিটখিটে হওয়া বা একা ঘরবন্দি থাকা এসব থেকে শিশু ধীরে ধীরে বেরিয়ে আসে। আমরা শেখাই কীভাবে বাস্তব জগতে মিশতে হয়, কাজ করতে হয় এবং নিজেকে প্রকাশ করতে হয় সম্মানজনকভাবে। প্রতিটা ক্লাসে বাচ্চাদেরকে সামাজিক ও আত্মবিশ্বাসী হতে উৎসাহ দেওয়া হয়।

পড়ালেখায় মনোযোগ ও
শৃঙ্খলা তৈরি হয়

আদব শেখা মানে শুধু ভদ্র হওয়া নয় এটা শিশুদের ভেতরে ধৈর্য, দায়িত্ববোধ ও সময়জ্ঞান গড়ে তোলে। আমাদের ক্লাসগুলোতে নিয়মিত ভালো অভ্যাস গঠনের অনুশীলন হয়, যার প্রভাব পড়ে তাদের পড়ালেখার দিকেও। শিশুরা কীভাবে পড়ার সময় মনোযোগী থাকতে হয়, কীভাবে নিয়ম মেনে কাজ করতে হয় তা ধাপে ধাপে শেখে।

আদব মানুষকে শুধু যোগ্য নয়, গ্রহণযোগ্য করে তোলে

আদব শেখার ফলে শিশুর মধ্যে এমন আচরণ গড়ে ওঠে, যা অন্যের হৃদয় জয় করে। সে শুধু মেধাবী নয়, হয় শ্রদ্ধার যোগ্য একজন মানুষ যাকে শিক্ষক, পরিবার ও সমাজ আপন করে নেয়। আদবই একজন মানুষকে নম্র, ভদ্র, শ্রদ্ধাশীল করে তোলে, যা তাকে শুধু বড় নয়, সত্যিকার অর্থে গ্রহণযোগ্য মানুষে রূপ দেয়।

এই কোর্সে যা থাকছে

এটা সম্পূর্ণ লাইভ কোর্স

এই কোর্সের সবকটি ক্লাস সরাসরি লাইভে নেওয়া হবে, যাতে বাচ্চারা হাতে-কলমে আনন্দ আর বোঝার মাধ্যমে শেখে। শিক্ষক ও শিক্ষার্থীর সরাসরি ক্লাসের সুযোগে শেখার আনন্দও বেড়ে যাবে।

কমিউনিটি এনগেজমেন্ট

এই কোর্সের মাধ্যমে একটি আদর্শ মানুষের কমিউনিটির সাথে যুক্ত থাকার সুযোগ পাবেন। ইতিপূর্বে যারা আমাদের এই কোর্সটি করেছে এবং ভবিষ্যতে যারা এই করবে সবাইকে মিলে আমরা একটি কমিউনিটি করেছি। যার নাম আদর্শ মানুষের খোঁজে। এখানে সবাই পরস্পরের সঙ্গে পরামর্শ, সমাধান ও ভালো চিন্তা ভাগ করে নিতে পারবেন।

কোর্স শেয়ারিং ফিচার

এই কোর্সে একজন ভর্তি হলে একই পরিবারের ভাই-বোন বা একাধিক সন্তান একসাথে ক্লাস করতে পারবে। আলাদাভাবে ফি দিতে হবে না। আমরা চাই, শেখার সুযোগ হোক সবার জন্য।

রিয়েল সাপোর্ট

কোর্স শেষ মানেই আদর্শ একাডেমির সাথে সম্পর্ক শেষ নয়। আদর্শ একাডেমি পাশে থাকবে আজীবন। শুধু শেখাতে নয়, বরং একজন আদর্শ মানুষ হয়ে ওঠার পুরো যাত্রায় সঙ্গী হতে।

ভাবছেন কোর্সটি কেমন হবে?

শিশুকে আদব শেখানো মানে শুধু ভদ্র করা নয়, এটি হলো এমন একজন মানুষ গড়া, যে আত্মমর্যাদাশীল, দায়িত্ববান ও সম্মানিত হবে সবার কাছে। আমরা সন্তানদের স্কুলে ভর্তি করাই, টিউশনে দেই, ফলাফলের জন্য চিন্তিত হই, কিন্তু তাদের চরিত্র গঠনের জন্য আলাদা করে কিছু করি না। অথচ জীবনে সত্যিকারের সফলতা আসে বিনয়, শালীনতা, সহানুভূতি ও ভদ্র আচরণ থেকে। ‘যোগ্য’ মানুষ অনেকেই হয়, কিন্তু ‘গ্রহণযোগ্য’ মানুষ হয় খুব কম। আর এই গ্রহণযোগ্যতা তৈরি হয় আদব থেকে। “জ্ঞান মানুষকে বড় করে, কিন্তু আদব মানুষকে মানুষ করে” এটি শুধু একটি উক্তি নয়, এটি শতভাগ বাস্তবতা। তাই দেরি না করে সিদ্ধান্ত নিন, সন্তানের ভেতরে গড়ে তুলুন সেই আদর্শ, যা তাকে সারাজীবন সম্মানিত করে রাখবে। এই যাত্রায় আপনি একা নন, আমরা আছি আপনার পাশে।

ওস্তাদ পরিচিতি

ফয়জুল্লাহ মাহমুদ

আদর্শ একাডেমির প্রতিষ্ঠাতা ফয়জুল্লাহ মাহমুদ একজন জনপ্রিয় শিক্ষক ও পথপ্রদর্শক। গত কয়েক বছর ধরে তিনি অভিভাবকদের সহায়তায় শিশুদের মধ্যে নৈতিকতা, আদব-আখলাক ও চারিত্রিক গুণাবলি গড়ে তোলার কাজ করে আসছেন।

তার লক্ষ্য শিশুদের শুধু ভালো ছাত্র নয়, বরং ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। এজন্যই তিনি “আদর্শ একাডেমি” প্রতিষ্ঠা করেছেন, যেখানে শেখানো হয় ভদ্রতা, শিষ্টাচার, দায়িত্ববোধ, সততা ও মানবিকতা।

আজ পর্যন্ত হাজারেরও বেশি অভিভাবক তার এই সেবার মাধ্যমে সন্তানদের সঠিক পথে পরিচালনার উপায় খুঁজে পেয়েছেন।

আদর্শ একাডেমির প্রতিষ্ঠাতা ফয়জুল্লাহ মাহমুদ একজন জনপ্রিয় শিক্ষক ও পথপ্রদর্শক। গত কয়েক বছর ধরে তিনি অভিভাবকদের সহায়তায় শিশুদের মধ্যে নৈতিকতা, আদব-আখলাক ও চারিত্রিক গুণাবলি গড়ে তোলার কাজ করে আসছেন।

তার লক্ষ্য শিশুদের শুধু ভালো ছাত্র নয়, বরং ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। এজন্যই তিনি “আদর্শ একাডেমি” প্রতিষ্ঠা করেছেন, যেখানে শেখানো হয় ভদ্রতা, শিষ্টাচার, দায়িত্ববোধ, সততা ও মানবিকতা।

আজ পর্যন্ত হাজারেরও বেশি অভিভাবক তার এই সেবার মাধ্যমে সন্তানদের সঠিক পথে পরিচালনার উপায় খুঁজে পেয়েছেন।

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন

ভর্তির শেষ সময় কবে?

🗓️ ১ মে, ২০২৫

কোর্স কাদের জন্য?

৫ থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য। এই বয়সেই শিশুর ব্যক্তিত্ব ও অভ্যাস গড়ে ওঠে। তাই এখন আদব-আখলাক শেখালে তা সারা জীবনের চরিত্রে পরিণত হয়। ছোটবেলাতেই শেখানোই সবচেয়ে কার্যকর।

কোর্সের সময়সীমা কতদিন?

⏳ ২ মাস

রেজিস্ট্রেশন/ভর্তি ফি কত টাকা?

💰 ১০২০/- টাকা

ভর্তি হওয়ার পর কি কোনো মাসিক ফি আছে?
❌ না, নেই
ক্লাস কিভাবে হবে?
💻 অনলাইনে Zoom App এর মাধ্যমে। এই App টি আপনার মোবাইলে বা ল্যাপটপে ইন্সটল করে নিতে হবে।
ভর্তি বাতিল করা যাবে?
⚠️ দুঃখিত! একবার কোর্স কেনা হলে তা বাতিল করা যাবে না।
কোর্স শেষে সার্টিফিকেট দেওয়া হবে?
📜 হ্যাঁ! কোর্স সফলভাবে শেষ করে ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হলে ডিজিটাল সার্টিফিকেট দেওয়া হবে।
কোনো টেকনিক্যাল সমস্যা হলে বা যোগাযোগ করতে চাইলে কীভাবে জানাবো?
📱 WhatsApp: +8801817013333
ভর্তির পর কিভাবে কোর্স করবো?
পেমেন্ট করার পর একটি প্রাইভেট WhatsApp গ্রুপ লিংক দেওয়া হবে ওয়েবসাইটে। সেই লিংকে ক্লিক করে আপনি গ্রুপে জয়েন করবেন। সেখান থেকেই ক্লাসের লিংক, সময়সূচি এবং সব প্রয়োজনীয় তথ্য জানানো হবে।
ভর্তি বাতিল করে রিফান্ড পাওয়া যাবে?
❌ না, রিফান্ড দেওয়া হবে না।
ক্লাস হলে জানবো কিভাবে?
📲 প্রতিটি ক্লাসের আগে প্রাইভেট WhatsApp গ্রুপে ক্লাসের Zoom লিংকসহ নোটিফিকেশন পাঠানো হবে।
লাইভ ক্লাসে উপস্থিত থাকা কি জরুরি?
✅ হ্যাঁ! লাইভ ক্লাসে উপস্থিত থাকলে পড়াশোনার পরিবেশ সৃষ্টি হয়, মনোযোগ ধরে রাখা যায় এবং শেখার সাথে সাথে আদব চর্চাও হয়।
আমি কি ক্লাসের রেকর্ড ফাইল ডাউনলোড করে শেয়ার করতে পারি?
❌ না। ক্লাসের রেকর্ড আমাদের পক্ষ থেকে একটি আমানত। তাই এটি ডাউনলোড বা অন্য কারও সঙ্গে শেয়ার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
ক্লাস করার জন্য কি কি প্রয়োজন হবে?
একটি স্মার্টফোন / ল্যাপটপ / কম্পিউটার ইন্টারনেট সংযোগ WhatsApp Zoom App