মা-বাবার সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে কীভাবে কথা বলতে হয়, কোন আচরণ তাদের খুশি করে আর কোনটা কষ্ট দেয় এসব শেখানো হয় গল্প আর সহজ অনুশীলনের মাধ্যমে। যাতে সন্তান কৃতজ্ঞ হয়, মায়া-মমতা শেখে আর মা-বাবার মনের ভাষা বুঝতে পারে। পরিবারের মধ্যে ভালোবাসা ও বোঝাপড়ার সেতুবন্ধ গড়ে তুলতেই এই শিক্ষা।
এই কোর্সের প্রায় প্রতিটি ক্লাসেই শিক্ষার্থীদের জন্য থাকে ছোট ছোট মজার চ্যালেঞ্জ, যা তারা আনন্দের সাথে খেলতে খেলতে সম্পন্ন করে। ধীরে ধীরে এই এক্টিভিটি গুলো ভালো অভ্যাসে রূপ নেয়। কোর্সের শেষ দিকে এসে অনেকেই নিজের অজান্তেই গড়ে তোলে একটি সুন্দর রুটিন, আর তৈরি হয় আত্মনিয়ন্ত্রণ ও শৃঙ্খলা।
বিনয়ী আচরণ গঠনের জন্য কীভাবে বড়দের সম্মান আর ছোটদের স্নেহ করতে হয়। কীভাবে রাগকে নিয়ন্ত্রণ করতে হয় আর নিজের ভুল স্বীকার করে নিতে হয় তা ধাপে ধাপে শেখানো হয়। পরিবার, প্রতিবেশী আর আত্মীয়দের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলে শিশুরা। এই অভ্যাসগুলোই আমাদের শিক্ষার্থীদের গড়ে তোলে বিনয়ী, মার্জিত ও শ্রদ্ধাভাজন মানুষে।
আচরণগত নানা সমস্যা যেমন সারাদিন মোবাইলে ডুবে থাকা, মেজাজ খিটখিটে হওয়া বা একা ঘরবন্দি থাকা এসব থেকে শিশু ধীরে ধীরে বেরিয়ে আসে। আমরা শেখাই কীভাবে বাস্তব জগতে মিশতে হয়, কাজ করতে হয় এবং নিজেকে প্রকাশ করতে হয় সম্মানজনকভাবে। প্রতিটা ক্লাসে বাচ্চাদেরকে সামাজিক ও আত্মবিশ্বাসী হতে উৎসাহ দেওয়া হয়।
আদব শেখা মানে শুধু ভদ্র হওয়া নয় এটা শিশুদের ভেতরে ধৈর্য, দায়িত্ববোধ ও সময়জ্ঞান গড়ে তোলে। আমাদের ক্লাসগুলোতে নিয়মিত ভালো অভ্যাস গঠনের অনুশীলন হয়, যার প্রভাব পড়ে তাদের পড়ালেখার দিকেও। শিশুরা কীভাবে পড়ার সময় মনোযোগী থাকতে হয়, কীভাবে নিয়ম মেনে কাজ করতে হয় তা ধাপে ধাপে শেখে।
আদব শেখার ফলে শিশুর মধ্যে এমন আচরণ গড়ে ওঠে, যা অন্যের হৃদয় জয় করে। সে শুধু মেধাবী নয়, হয় শ্রদ্ধার যোগ্য একজন মানুষ যাকে শিক্ষক, পরিবার ও সমাজ আপন করে নেয়। আদবই একজন মানুষকে নম্র, ভদ্র, শ্রদ্ধাশীল করে তোলে, যা তাকে শুধু বড় নয়, সত্যিকার অর্থে গ্রহণযোগ্য মানুষে রূপ দেয়।
এই কোর্সের সবকটি ক্লাস সরাসরি লাইভে নেওয়া হবে, যাতে বাচ্চারা হাতে-কলমে আনন্দ আর বোঝার মাধ্যমে শেখে। শিক্ষক ও শিক্ষার্থীর সরাসরি ক্লাসের সুযোগে শেখার আনন্দও বেড়ে যাবে।
এই কোর্সের মাধ্যমে একটি আদর্শ মানুষের কমিউনিটির সাথে যুক্ত থাকার সুযোগ পাবেন। ইতিপূর্বে যারা আমাদের এই কোর্সটি করেছে এবং ভবিষ্যতে যারা এই করবে সবাইকে মিলে আমরা একটি কমিউনিটি করেছি। যার নাম আদর্শ মানুষের খোঁজে। এখানে সবাই পরস্পরের সঙ্গে পরামর্শ, সমাধান ও ভালো চিন্তা ভাগ করে নিতে পারবেন।
এই কোর্সে একজন ভর্তি হলে একই পরিবারের ভাই-বোন বা একাধিক সন্তান একসাথে ক্লাস করতে পারবে। আলাদাভাবে ফি দিতে হবে না। আমরা চাই, শেখার সুযোগ হোক সবার জন্য।
কোর্স শেষ মানেই আদর্শ একাডেমির সাথে সম্পর্ক শেষ নয়। আদর্শ একাডেমি পাশে থাকবে আজীবন। শুধু শেখাতে নয়, বরং একজন আদর্শ মানুষ হয়ে ওঠার পুরো যাত্রায় সঙ্গী হতে।
আদর্শ একাডেমির প্রতিষ্ঠাতা ফয়জুল্লাহ মাহমুদ একজন জনপ্রিয় শিক্ষক ও পথপ্রদর্শক। গত কয়েক বছর ধরে তিনি অভিভাবকদের সহায়তায় শিশুদের মধ্যে নৈতিকতা, আদব-আখলাক ও চারিত্রিক গুণাবলি গড়ে তোলার কাজ করে আসছেন।
তার লক্ষ্য শিশুদের শুধু ভালো ছাত্র নয়, বরং ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। এজন্যই তিনি “আদর্শ একাডেমি” প্রতিষ্ঠা করেছেন, যেখানে শেখানো হয় ভদ্রতা, শিষ্টাচার, দায়িত্ববোধ, সততা ও মানবিকতা।
আজ পর্যন্ত হাজারেরও বেশি অভিভাবক তার এই সেবার মাধ্যমে সন্তানদের সঠিক পথে পরিচালনার উপায় খুঁজে পেয়েছেন।
আদর্শ একাডেমির প্রতিষ্ঠাতা ফয়জুল্লাহ মাহমুদ একজন জনপ্রিয় শিক্ষক ও পথপ্রদর্শক। গত কয়েক বছর ধরে তিনি অভিভাবকদের সহায়তায় শিশুদের মধ্যে নৈতিকতা, আদব-আখলাক ও চারিত্রিক গুণাবলি গড়ে তোলার কাজ করে আসছেন।
তার লক্ষ্য শিশুদের শুধু ভালো ছাত্র নয়, বরং ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। এজন্যই তিনি “আদর্শ একাডেমি” প্রতিষ্ঠা করেছেন, যেখানে শেখানো হয় ভদ্রতা, শিষ্টাচার, দায়িত্ববোধ, সততা ও মানবিকতা।
আজ পর্যন্ত হাজারেরও বেশি অভিভাবক তার এই সেবার মাধ্যমে সন্তানদের সঠিক পথে পরিচালনার উপায় খুঁজে পেয়েছেন।
🗓️ ১ মে, ২০২৫
৫ থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য। এই বয়সেই শিশুর ব্যক্তিত্ব ও অভ্যাস গড়ে ওঠে। তাই এখন আদব-আখলাক শেখালে তা সারা জীবনের চরিত্রে পরিণত হয়। ছোটবেলাতেই শেখানোই সবচেয়ে কার্যকর।
⏳ ২ মাস
💰 ১০২০/- টাকা